সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছিতে হাজার বছরের প্রাচীন সমৃদ্ধ নগরীর সন্ধান মিলেছে।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ॥

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছির খিরতলা গ্রামে হাজার বছরের পুরাতন সমৃদ্ধ নগরীর সন্ধান মিলেছে বলে দাবি করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষক রিফাত উর রহমান দীর্ঘ ২-৩ মাস নিমগাছির বিভিন্ন এলাকা ঘুরে এখানকার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এই সময় তিনি এখানকার মাটি থেকে পাওয়া বিভিন্ন পুরাকৃর্তি,টেরাকেটা,তৈজসপত্র,স্থাপনার ধ্বংসাবশেষ দেখে ধারনা করছেন এই জনপদ একটি প্রাচীন ঐতিহ্যবাহি জনপদ। যা হাজার বছরের প্রাচীন এক সমৃদ্ধ নগরী। ১৯৯০ সালে প্রকাশিত বাংলাদেশ জেলা গেজেটীয়ার পাবনা এবং ১৯৮৪ সালে সৌখিন প্রতœতত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া রচিত বাংলাদেশের প্রত্নতত্ত্বসম্পদ বই এর রেফারেন্স এর মাধ্যমে ধারনা করেন এই স্থানটি নিয়ে অনুসন্ধান ও গবেষনা করলে ঐতিহাসিক কোন স্থাপনা এই মাটির নিচ থেকে বেরিয়া আসতে পারে যা জাতীয় পর্যায়ে একটি প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে আসতে পারে। সেই দিক লক্ষ রেখেই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষার্থীদের এই বিষয়টি ধারনা দেয়া হয়। শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে হাতে কলমে শিক্ষা দেয়ার জন্য ৯ এপ্রিল মঙ্গলবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ২য় ব্যাচের একটি প্রতিনিধি দল রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের খিদিরতলা এলাকায় অনুসন্ধান কাজ শুরু করে এবং দুপুর পর্যন্ত তারা ওখানকার বিভিন্ন স্থাপনা দেখেন। সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক মোঃ রিফাত-উর-রহমান ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তাড়াশ এবং রায়গঞ্জ উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ এবং অনুসন্ধান করে ইটের নমুনা, মৃৎপাত্রের টুকরা এবং মাটির নমুনা সংগ্রহ করেছেন। এই জরিপে বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তানভীর আহমেদ, শিক্ষক ফারহানা ইয়াসমিন এবং প্রথম ব্যাচের শিক্ষার্থী মেহেদী ও রাফা সহযোগিতা করেন। এছাড়াও বিভাগের দ্বিতীয় ব্যাচের সকল শিক্ষার্থী তাঁদের পাঠ্যক্রমের অংশ হিসেবে প্রতœতাত্ত্বিক জরিপে অংশগ্রহণ করেন। ইতোমধ্যে তাড়াশ এবং রায়গঞ্জ উপজেলার দুটি মানচিত্র তৈরির কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি মৃত করতোয়া নদীর গতিপথ বোঝার চেষ্ঠা করা হচ্ছে। এসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং প্রতœসম্পদ অনুসন্ধানে আসা দলের প্রধান মোঃ রিফাত উর রহমান জানান, বাংলাদেশের প্রতত্নত্ব বিভাগের তথ্য ও স্থান পরিদর্শন করে নিমগাছি পুরাকির্তীর নির্দশন দেখে ধারনা করা হচ্ছে পাল শাসন আমলে এই স্থানটি একটি সমৃদ্ধ নগরী ছিলো। এবং এই পুরাকৃর্তিগুলো বা এই স্থাপনাটি পাল শাসন আমলে নির্মান করা হয়েছে। তাতে এই স্থাপনার বয়স হবে ১ হাজার থেকে ১২শত বছর আগের। তবে এখানে কিছু মুদ্রা পাওয়া গেছে যেগুলো গুপ্ত শাসনামলের । যদি এই স্থাপনাটি গুপ্ত আমলে করা হয় তাহলে এটি আরো পুরাতন নগরী বা স্থাপনা হতে পারে। তিনি আরো জানান এখানকার প্রতিটি স্থানে মাটির নিচে প্রাচীন নানান পুরাকৃর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জনপদে হাটলেই পায়ের সাথে মাটির নিচ থেকে উঠে আসে প্রাচীন নানান পুরাকৃর্তি,টেরাকেটা,পুরাতন তৈজসপত্র। ১৯৮৪ সালে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া প্রকাশিত প্রতœসম্পদ বইতে বলা হয়েছে এই অঞ্চলে ৫০ টি ঢিবি রয়েছে। তবে বর্তমানে একটি ব্যাতিত অন্যকোন ঢিবি আর নেই। সময়ের ব্যবধানে রক্ষণা বেক্ষণের অভাবে এবং স্থানীয়দের অসচেতনতার কারনে ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রাচীর নির্দশনগুলো। স্থানীয়রা নানান ভাবে মাটি নিচে দেবে যাওয়া এই সকল স্থাপনার ইট খুড়ে নিয়ে বাড়ি ঘর নির্মান করছেন। তিনি বলেন নিমগাছি আর মাধাইনগরে অনেক বাড়িই পাওয়া যাবে যে সকল বাড়ি পুরাকৃর্তির ইট দিয়ে তৈরি করা হয়েছে। তিনি উপরে উলে¬খিত বই দুইটি সুত্রধরে বলেন কথিত আছে মহাভারতে বর্ণিত বিরাট রাজার মৎস্য নগরী ছিলো এই জনপদ। এখানেই আতœগোপনে ছিলেন মহাভারতে বর্ণিত পঞ্চপান্ডব যুদিষ্ঠি,অর্জুন,ভীম,নকুল,সহদেব। বীর যোদ্ধা অর্জুনের নামানুসরে এখানে একটি স্থাপনা আছে যারনাম অর্জুনগড়। অনুসন্ধানে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে বলে তিনি জানান। এই শিক্ষকের দাবি সরকার অনুমতি দিলে এই স্থান গুলো খনন করে মাটির নিচে চাপা পড়া অনেক ঐতিহাসিক পুরাকৃর্তি উদ্ধার করা সম্ভব হবে। পাহাড়পুরের বৌদ্ধবিহার,মহাস্থান গড়ের ভাসুবিহার যশোরের ওয়ারি বটেশ্বরের মত প্রাচীন আরেক নির্দশন এখান থেকে উদ্ধার করা সম্ভব। সরকারের কাছে আবেদন করা হবে এই প্রত্নতত্ত্ব সম্পদ একটি ইতিহাস ঐতিহ্যর ধারক বাহক। এখানকার অনেক কিছু মানুষ না জেনে না বুঝে ধ্বংস করছে তাই দ্রুত এটি সরকারের নিয়ন্ত্রনে নিয়ে প্রতœসম্পদ কে রক্ষা করতে হবে। রিফাত উর রহমান আরো জানান এই স্থাপনার পাশ দিয়ে বয়ে গেছে করোতোয়া নদী। যদিও নদীটি এখন শুকিয়ে গেছে তার পরেও স্কেচ করে নদীটির গতিপথ বের করে দেখতে হবে মহাস্থান গড়ের সাথে এই নগরীর কোন সম্পর্ক আছে কিনা। তিনি বলেন আনুষ্ঠানিক ভাবে এই প্রত্নতত্ত্ব নিয়ে আমাদের গবেষণা শুরু হলো আমরা আরো এখানে আসবো বার বার আসবো এসে এই নগরীর সঠিক একটি ইতিহাস তুলে ধরব। স্থানীয়রা জানান এই সকল মন্দির ও স্থাপনা নিয়ে নানান গল্প রয়েছে তবে আমরা এখানকার বুরুজগুলো যে এত গুরুত্বপুর্ন বা ইতিহাস ভিত্তিক তা আমাদের জানা ছিলো না। তবে যেহেতু দীর্ঘদিন পর এই স্থাপনাটির খোজ পাওয়া গেছে আর এইগুলো যেহেতু প্রতœতত্বের নির্দশন তাই এইগুলো যেন সরকার সংরক্ষন করে। এই সকল পুরাকৃর্তি আর যেন নষ্ট না করা হয় সেদিকে আমরা সচেতন থাকব। এখানে প্রশাসনকেও এগিয়ে আসতে হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.