সিরাজগঞ্জের মৌসুমী জুয়েলার্সে দূধর্ষ অভিনব কায়দায় স্বর্ণের ব্যাগ চুরি করেছ ৪ মহিলা চোর !
আজিজুর রহমান, মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়স্হ স্বর্ণের দোকান মৌসুমী জুয়েলার্সে রোববার (২৭জানুয়ারি-২০১৯) দিনে দুপুরে ১টা১৮মিনিটে চার মহিলা চোর অভিনব কায়দায় সোনার ব্যাগ চুরি করে পলায়ন করতে সক্ষম হয়েছে । ঐ চার মহিলা চোরকে সি সি ক্যামেরায় দেখা গিয়াছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন ধরার কাজ করছে। বাংলাদেশ জুয়েলারি সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নেতা শ্রী সন্তোষ কুমার কানু সকলের সহযোগিতা চেয়েছেন । তিনি বলেছেন,এই ৪ মহিলা চোরকে ধরিয়ে দিলে তাদেরকে ২ লক্ষাধিক টাকা পুরস্কার দিবেন বলে ঘোষনা করেছেন। তিনি যোগাযোগের জন্য এই নম্বরে-০১৭১১১১১০০১, ০১৭১১৪৮৮৫৩৩ কল করার আহবান জানান।