সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের মূলিবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত।

আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে নাজমুল ইসলাম নামের এক ট্রাক চালক নিহত হয়।

রোববার রাতে ১১টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নেকসাস সুন্দর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-অফিসার আফাজ উদ্দিন মন্ডল জানান, গত রোববার রাতে ঢাকা হতে পণ্যবাহী একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল । ট্রাকটি মূলিবাড়ীতে পৌছলে পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নাজমুল ইসলাম নিহত হন।

ট্রাকচালক নাজমুল ইসলামের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু যমুনাসেতু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।