সিরাজগঞ্জের মাহমুদপুরের তৃপ্তি সাদা সেমাই ফ্যাক্টরিকে জরিমানা ও সেমাই জব্দ ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুপুরের তৃপ্তি সাদা সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি ভক্ষণ অযোগ্য সেমাই জব্দ করে ধব্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত৷ সোমবার (২১মে-২০১৯) দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের মাহমুদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সাদা সেমাই উৎপাদন ও প্রক্রিয়াকরণ দেখতে পান আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সাদা সেমাই তৈরী ও শুকানো, পরিবেশের ছাড়পত্র না থাকা, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা, কলখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সনদপত্র না থাকা,ট্রেড মার্ক লাইসেন্স না থাকা অপরাধে তৃপ্তি সাদা সেমাই ফ্যাক্টরির মালিক আশরাফুজ্জামান নূরী এর নামে মামলা দিয়ে ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করেন এবং ২০ কেজি ভক্ষণ অযোগ্য লাচ্ছা সেমাই জব্দ করে জনসম্মুখে ধব্বংস করে ভ্রাম্যমাণ আদালত । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এ দন্ডাদেশ দিয়েছেন আদালত। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।