সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের মাছুমপুরে ট্রাক চাপায় ১ জন শিশু নিহত

মাকছুদা খাতুন ,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদরের পৌর এলাকার মাছুমপুর মহল্লার কান্দাপাড়া সড়কে ১৭সেপ্টেম্বর সোমবার বিকেল ৪ টার দিকে মাছুমপুর মহল্লার দক্ষিন পাড়ার বোরহান উদ্দিনের মেয়ে শিশু মাইশা খাতুন (৪)কে একটি মিনি তুলা বোঝাই ঘাতক ট্রাক চাপা দিলে ঘটনাস্হলে নিহত হন। ট্রাক চাপার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক।

ট্রাকটি সিরাজগঞ্জের কান্দাপাড়া হাট এলাকা থেকে আসছিলো। সিরাজগঞ্জ -ড-নম্বর-১১০০১১ ঘাতক ট্রাকটি স্হানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে।