সিরাজগঞ্জের বেলকুচির গাঁজা ব্যবসায়ী মহির উদ্দিন গ্রেফতার
সিরাজগঞ্জের বেলকুচির গাঁজা ব্যবসায়ী মহির উদ্দিন (৩৯) নামে এক জনকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার রাত ১০ টার দিকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের নারামুড়ী গ্রামের ন্যাংড়া মহিরের বাড়ীতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত হায়াত আলী সরকারের ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম ও নাজমুন হক অভিযান চালায় এবং মহিরকে ৫০০ গ্রাম গাঁজাসহ তার বাড়ী থেকে গ্রফতার করে।
সে দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।