বেলকুচি

সিরাজগঞ্জের বেলকুচিতে মা ছেলে সহ ৩ মাদক ব্যবসায়ী আটক।

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচিতে মা-ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা ১০ লাখ টাকা মূল্যে (দুইশত গ্রাম) হেরোইন উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ নভেম্বর’১৮)ভোর রাতে বেলকুচি উপজেলার ধুল গাগড়াখালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেলকুচি উপজেলার ধুল গাগড়াখালী গ্রামের মোবারক হোসেনের স্ত্রী শিরিনা বেগম (৪৫) তার ছেলে আল-আমিন (২০) ও মেয়ের স্বামী টাঙ্গাইল সদর উপজেলার কাকমাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মনিক হোসেন (২৩)।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বেলকুচি উপজেলার ধুল গাগড়াখালী গ্রামের মোবারক হোসেনের বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পাই। সেখানে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশী চালিয়ে দুই শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের মূল্য ১০ লাখ টাকা বলে ওসি জানিয়েছেন।
এঘটনায় বেলকুচি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।