সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় আব্বাস আলী (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ফেব্রুয়ারি-২০১৯) সকালে কড্ডা-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্বাস আলী আমবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সকালে ভ্যান চালিয়ে আমবাড়িয়া এলাকা থেকে বেলকুচি যাচ্ছিলেন আব্বাস আলী। এ সময় কড্ডা থেকে এনায়েতপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও হেলপারকে আটক করে। আর ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।