সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রলীগ নেতা পেটানোর অভিযোগ
সোমবার (৪ জুন) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে জুয়েল (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই উপজেলা যুবলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। ধরে নিয়ে মারধর করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আহত জুয়েল বেলকুচি পৌরসভার শেননগর মহল্লার জেলহক হোসেনের ছেলে। তাকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী বাবু জানান, সোমবার দুপুরে তিনি আর জুয়েল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে একটি কাজে যান। এ সময় সাজ্জাদুল হক রেজা ও আরমানসহ কয়েক যুবলীগ নেতা তাদের ঘিরে মারধর করেন। এরপর তারা জুয়েলকে তুলে নিয়ে অন্য কোথাও চলে যান। সেখানে তাকে পিটিয়ে গুরুতর আহত করে এক ঘণ্টা পর ছেড়ে দেন তারা। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে স্থানীয় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মেয়রের কাছে খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। জুয়েল নামে একজন আহত হয়েছেন।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।