সিরাজগঞ্জের বেলকুচিতে ইয়াবাসহ চাচি-ভাতিজা আটক।
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ চাচি-ভাতিজাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে উপজেলার চরচালা দক্ষিণপাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো,উপজেলার চরচালা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী রুবি খাতুন (৩০) ও মুকুন্দগাতীর বাবলু শেখের ছেলে সাকিল (২১) । তারা সম্পর্কে চাচি-ভাতিজা।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চরচালা গ্রামে ইয়াবা বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় এ,এস,আই আবুল কালাম ও ওবায়দুর রহমান বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছে থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।