সিরাজগঞ্জের বেলকুচিতে আলীমের ধানের শীর্ষের প্রচারনায় পথ সভায় মানুষের ঢল।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ধানের শীষের প্রচারনা ও পথসভায় মানুষের ঢল নেমেছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় ঐক্যফন্টে ও বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনিত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভা করেন। উপজেলার সুবর্ণসাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পথসভায় মানুষের ঢল নেমেছে । এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, আগামী ৩০ ডিসেম্বর আমরা সুস্থ্য ও সুন্দর পরিবেশে ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার করবো এবং গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশা-আল্লাহ।
সরকার দলীয় কোন পাতানো ফাঁদে আমরা পা দিবোনা। ধৈর্য্যরে সাথে সব কিছু মোকাবেলা করবো জনগন বিএনপির সাথে আছে, ৩০ ডিসেম্বর সকল ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধাদের আহবান জানান তিনি। এর আগে ফজলার রহমান তালুকদারের সভাপতিত্বে তামাই হাই স্কুল মাঠে তামাই গ্রামবাসীর সাথে মত বিনিময় করেন আমিরুল ইসলাম খান আলীম।
নির্বাচনী প্রচারনা ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম আযম, বেলকুচি থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, বেলকুচি থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী এম মজনু খান, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বনী আমীন, সাধারন মনিরুল ইসলাম মনি, পৌর বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তা, সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন, ছাত্রদলের সাবেক আহবায়ক গোলাম কিবরিয়া, বেলকুচি উপজেলা ছাত্রদল সভাপতি আতিকুল আমিন রিজন প্রমুখ।