সিরাজগঞ্জের বেলকুচিতে অটোভ্যান চাপায় ১ শিশু নিহত
আজিজুর রহমানমুুুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে অটোভ্যানগাড়ীর চাপায় সুমিত দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর’১৮) দুপুরের দিকে, উপজেলার চালা ক্ষিদ্রমাটিয়া আঞ্চলিক সড়কে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমিত পৌর এলাকার চালা মহল্লার সুমন দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু সুমিত তার ঠাকুমার সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোভ্যান শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অটোভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অটো ভ্যানগাড়িটি আটক ও লাশ উদ্ধার করেছে ।