সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মহিয়সী নারী সাফিনা লোহানীর স্মরণ সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের মহিয়সী নারী বীর নারী মুক্তিযোদ্ধা সমাজকর্মী বীরঙ্গনাদের বন্ধু মহিয়সী সাফিনা লোহানীর নাগরিক শোকসভা গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীমা ইয়াসমীন রীমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না , বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতা এ্যাড. হোসেন আলী হাসান, এড. বিমল কুমার দাস।
সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন, আব্দুল হাই তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, অধ্যাপসক আকতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলু, এনজিও ব্যাক্তিত্ব হুসনে আর জলি, আবু বকর ভূইয়া, নব কুমার কর্মকার, নারী মুক্তিযোদ্ধা রাহেলা , বেলকুচি পৌরসভার মেয়র আশানুর বিশ্বাস, সাংস্কুতিক ব্যাক্তি¦ত্ব মমিন বাবু, হীরক গুন, দিলীপ গৌড় প্রমুখ। মরহুমার বর্নিল জীবন বৃত্তান্ত তুলে ধরে মরহুমার কন্যা আসিফা চৌধুরী সুমী। স্মরণ সভায় বানী প্রেরণ করেন দেশবরেন্য ব্যাক্তিত্ব কামাল লোহানী, সুলতানা কামাল, নাসির উদ্দিন, ইউসুফ বাচ্চু। মরহুমার স্বামী প্রবীন সাংবাদিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী তার সহধর্মিনীর মহান মুক্তিযুদ্ধসহ দেশ গঠনে অবদানের কথা স্মরণ করনে। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু। বক্তাগন মহান স্বাধীনতা যুদ্ধের পূর্বে যুদ্ধকালীন এবং পরবর্তী সময়ে নারীদের কল্যানে দেশের কল্যানে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্মরণ সভার শুরুতে মরহুমের প্রতিকৃতিতে অতিথিবৃন্দ পুষ্প স্তবক অর্পন করেন। আলেচানাকালে অনেকইে অশ্রুসিক্ত হয়ে পড়েন।