সিরাজগঞ্জের বহুলী হাটে কালভার্টের মুখ বন্ধ করা সেই পিলার অপসারণ ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদরের বহুলী হাটের পার্শ্বে বহুলী-ছোনগাছা রোডে বক্স কালভার্টের মুখ বন্ধ করে বিল্ডিং নির্মানের জন্য পিলার নির্মাণ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বহুলী হাট সংলগ্ন কালভার্টের নিচে নির্মাণাধীন বিল্ডিং এর পিলার অপসারণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান।
দুপুরের মধ্যেই সেই পিলার দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে অপসারণ করা হয় এবং অপর পার্শ্বের সরকারী নয়নজুলি বন্ধ করে নির্মিত সকল স্থাপনা স্ব স্ব ব্যক্তিকে শীঘ্রই সরিয়ে নিতে বলা হয়েছে।শীঘ্রই কালভার্টের নিচ দিয়ে ৫ টি গ্রামের অতিরিক্ত পানি ইছামতী নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।