সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের পোটল ছোনগাছায় ভেজাল গুড় তৈরীর দায়ে মালিকের জরিমানা ।

 আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ           

সিরাজগঞ্জ সদর উপজেলার  ছোনগাছা ইউনিয়নের পোটল ছোনগাছা গ্রামে ভেজাল গুড় তৈরি করার দায়ে কারখানার মালিক বদিউজ্জামান কে বুধবার দুপুরে  অর্ধ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উক্ত  নকল গুড় তৈরীর কারখানাটি  দীর্ঘ দিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় আখের রসের পরিবর্তে সুজি, চিনি, হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় দিয়ে গুড় তৈরি করে আসছিলো। ওই ভেজালগুড়  মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় জব্দ করে ধব্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।    সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দন্ডাদেশ দেয়া হয়।  আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় গুড় শ্রমিকদের দ্বারা বড় ট্রেতে চিনি, সুজি, হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় একত্রে চুলায় জাল দিয়ে গুড় তৈরি দেখতে পান আদালত।  নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় আখের পরিবর্তে সুজি, চিনি, হাইড্রোজ, সোডা ও গো-খাদ্য চিটাগুড়  ও মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ,সোডা ও গো-খাদ্য চিটাগুড় জব্দ করে ধবংস করেন, ভ্রাম্যমাণ আদালত। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।