সিরাজগঞ্জের তেলকুপিতে বৈশাখী লাচ্ছা সেমাই ফ্যাক্টরিকে জরিমানা ও সেমাই জব্দ !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামে বৈশাখী লাচ্ছা সেমাই ফ্যাক্টরিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন,পরিবেশের ছাড়পত্র না থাকা,কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের সনদ না থাকা,ট্রেড লাইসেন্স এর মেয়াদ না থাকা,কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা ও ট্রেড মার্ক লাইসেন্স না থাকার অপরাধে ফ্যাক্টরীর মালিক সঞ্জয় কুমার দাসকে ২০ হাজার টাকা জরিমানা ও ৩০ কেজি ভক্ষণ অযোগ্য লাচ্ছা সেমাই জব্দ করে জনসম্মুখে ধবংস করা হয়েছে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান। অভিযানে সহযোগিতা করেন পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ ।