সিরাজগঞ্জের তেতুলিয়ায় বাল্যবিবাহ বন্ধ,বর ও কনের বাবার অর্থদন্ড ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া পশ্চিমপাড়া গ্রামের তেতুলিয়া চুনিয়াহাটা উচ্চ বিদ্যালয়ের এক নবম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার( ২৮ফেব্রুয়ারি-২০১৯) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার এসিল্যান্ড বরকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। উক্ত বাল্যবিবাহ বন্ধ ও দন্ডাদেশ দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান। তিনি জানান, কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এ জরিমানা বা কারাদন্ডদেয়া হয় । এসময় সাথে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ, সদর থানা সহকারী উপপুলিশ পরিদর্শক মোঃ রশিদুল হাসান, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।