তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক নওগাঁ দিবস পালন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁতে ঐতিহাসিক নওগাঁ দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে নওগাঁয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী সোরহাব আলী সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-অধ্যক্ষ আবু সাঈদ খন্দকার। বিশেষ অতিথি আরশেদুল ইসলাম,গাজী ফজলুর রহমান প্রমুখসহ মুক্তিযোদ্ধা,নওগাঁ জিন্দানী ডিগ্রী কলেজের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে নওগাঁ দিবসে নওগাঁ যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা তুলে ধরে বক্তব্যে বক্তারা বলেন-১১ নভেম্বর ১৯৭১ বৃহস্পতিবার পবিত্র রমজান মাসে তাড়াশ উপজেলার অলিয়ে কামেল হযরত শাহ-শরিফ জিন্দানী (রা:) এর পূণ্যভুমি নওগাঁ গ্রামে আব্দুল লতিফ মির্জা পরিচালিত পলাশ ডাঙ্গা যুব শিবিরের পাঁচশত অসীম সাহসী মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ঐতিহাসিক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়।
ভোর ৫ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত রক্তক্ষয়ী এ যুদ্ধে ১০০শত ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা, কৃষক শ্রমিক, ইপিআর,পদাতিক,বিমান ও নৌবাহিনী সৈনিক সম্মলিত পলাশ ডাঙ্গা যুব শিবিরের ৫ শত বীর মুক্তিযোদ্ধা সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন। অপর দিকে হানাদার বাহিনীর সংখ্যা ছিল ৩ কোম্পানি সেনা, মিলেশিয়া সহ ৩০০ শত রাজাকার আলবদর, যুদ্ধে হানাদার বাহিনী ভারি ও মাঝারি অস্ত্র ব্যবহার করে।

পক্ষান্তরে
মুক্তিযোদ্ধাদের ছিল মাত্র ২ ইঞ্চি মর্টার, হালকা মেশিন গান, ১ নালা বন্দুক, হ্যান্ড গ্রেনেড, এস এল আর এবং থ্রি নট থ্রি রাইফেল। এই ভয়াবহ যুদ্ধে ১৩০ জন পাক সেনা,শতাধিক মিলেশিয়া ও রাজাকার নিহত হয় এবং ৯জন সেনা অফিসার জীবিত ধরা পরে। তৎকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও ভারতীয় আকাশবানী বেতারে নওগাঁ যুদ্ধের খবর বিশেষ ভাবে প্রচারিত হয়। যুদ্ধে মাত্র ৩ জন মুক্তিযোদ্ধা আহত হন। ৭১-এর মুক্তিযুদ্ধকালিন সময় উত্তরবঙ্গের এটাই সর্ববৃহৎ ভয়াবহ সম্মুখ গেরিলা যুদ্ধ ছিল।