সিরাজগঞ্জের টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের এইচ.এস.সি পরীক্ষাদের বিদায়ী সংবর্ধনা প্রদান ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ীতে অবস্হিত কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সদর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট সিরাজগঞ্জের আয়োজনে অত্রবিদ্যাপীঠের এইচ, এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শুক্রবার (২২মার্চ-২০১৯)সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের দুই দুইবারের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হবিবে মিল্লাত মুন্না তিনি বলেন, অত্রপ্রতিষ্ঠানের জন্য উন্নয়ন করা হবে। কেউ দুর্নীতিতে জড়াবেন না, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদে জড়াবে না, বাল্যবিবাহ রোধ করতে হবে বলে জানান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলার দুই দুইবারের বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এস নাছিম রেজা নূর দীপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলামিন তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গাজী আব্দুল খালেক ।

এসময় আরো বক্তব্য রাখেন, খোকসাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক ও ইউ’পি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই তালুকদার, অত্র বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, অত্রপ্রতিষ্ঠানের ম্যানেজিংকমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রভাষক ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে ১১৮জন এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য পরিবেশন করা হয়।