সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের জাতীয় জুটমিলে সকালে ভয়াবহ আগুন !

আজিজুর রহমান মুন্না ,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুটমিল (কওমী জুট মিল) এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ২৩ (জানুয়ারি-২০১৯) সকাল সাড়ে ৬ টার দিকে মিলের জুট সেক্টরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ জানান, সকালে জাতীয় জুটমিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ ও কামারখন্দের ৫টি ইউনিট একযোগে দুই ঘণ্টা ধরে কাজ করছে। এখন আগুন নিয়ন্ত্রণের দিকে। জাতীয় জুটমিলের মহাব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম জানান, মিলের তাঁত সেক্টরে আগুন লাগায় সেখানে রাখা বস্তার বেল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়েছে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রনে রয়েছে।