চৌহালী/এনায়েতপুর

সিরাজগঞ্জের চৌহালীর অধিকাংশ রাস্তাঘাট খানাখন্দে ভরা ,বিপকে পরছে জনজীবন।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার অধিকাংশ রাস্তাঘাট এখন বেহালবস্থা সৃষ্টি হয়েছে। এতে চলাচলে অনুপযোগী হওয়ায় এলাকার চরম জনদূর্ভোগ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে,দীর্ঘদিন ধরে উক্ত উপজেলার বিশেষ করে খাষকাউলিয়ার কুরকী,বাংলালিংক টাওয়ার হইতে আজিমুদ্দিন মোড় এবং মুকার ভাংগা হতে মিটুআনি যাওয়ার রাস্তা গুলো খানা খন্দের সৃষ্টি হয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পরেছে।

এছাড়াও নিমার্ণধীন রাস্তা আজাদের দোকান হতে হযরত মাষ্টারের বাড়ী,হযরত মাষ্টার বাড়ী হতে আমির হামজা ডাক্তারের বাড়ী পর্যন্ত রাস্তার কাজ ধীর গতি হওয়ায় এলাকার জনগণ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। মৌসূমি বোরো ধান কাটার মাড়াই পুরোদমে শুরু হয়েছে।

কৃষকের নতুন ধান সংশ্লিষ্ট হাট বাজারে উঠছে। প্রতিদিন এসব রাস্তা দিয়ে ট্রাক-ট্রলি,নসিমন,করিমন আটো যোগে এলাকার উৎপাদিত শষ্য ধান,চাল,গম,রবি শরিষা এসব রাস্তা দিয়ে ছোটখাট যানবাহন দিয়ে আনা নেয়া হয়। কিন্ত র্দীঘদিন ধরে এসব জন গুরুত্বপর্ন রাস্তা গুলো দীর্ঘদিন সংস্কারের বেশির ভাগ জায়গায় কার্পেটিং উঠে গিয়ে খোয়া রেরিয়ে খানা খন্দের সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ কারনে এলাকার বিভিন্ন যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।খানাখন্দে ভরা রাস্তার কারণেই প্রতিনিয়ত ছোটখাট দূর্ঘটনা ঘটছে।