সিরাজগঞ্জের চৌহালীতে সু কৌশলে এলজি এসপি-৩ অর্থ বছরের টাকা উত্তলোন, তদন্তের দাবী এলাকাবাসি
চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে জোতপাড়া যমুনা নদীর ঘাটে এলজি এসপি-৩ অর্থ বছরের ২০১৭-১৮ বরাদ্দ কৃত ২.১২৫২২ (দুই লক্ষ বারো হাজার পাঁচশত বাইশ টাকার) নির্মাণ কারী মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের নামে ৩০/৩৫ হাজার টাকার যাত্রী ছাউনীর নামে ব্যায় করে সু কৌশলে ২.১২৫২২ টাকা উত্তলোনের অভিযোগ উঠেছে। ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মোঃ আহ্সান হাবীব (দুলাল) এ বিষয়ে কিছুই জানেন না। বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায় যাত্রী ছাউনীর বেহাল দশা এলাকা বাসীর অভিযোগ স্থানী চেয়ারম্যান শহিদুর রহমান ও তাহার পরিষদের সচিব যৌথ স্বাক্ষরে টাকা উত্তলোন করে সামান্য ছোট একটি চিলা কোঠা নির্মাণ করে টাকা উত্তলোন করেছে। এ বিষয়ে খাষকাউলিয়া ইউপি শহিদুর রহমানের সাথে বার বার যোগাযোগ করে পাওয়া যায়নি তাহার ব্যাবহারিত ০১৯৭২৭২০৬৭১ নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। তবে এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান কিছুই জানেন না। তবে তিনি অভিযোগের বিষয় তদন্তে সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছে।