চৌহালী/এনায়েতপুর

সিরাজগঞ্জের চৌহালীতে দুস্হদের মাঝে মন্ডল গ্রপের ইফতার সামগ্রী বিতরণ

মোঃ ইমরান হোসেন আপন চৌহালী (সিরাজগঞ্জ )

সিরাজগঞ্জের চৌহালীতে মন্ডল গ্রপের পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে আসন্ন মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে!সোমবার সকালে অস্হায় উপজেলার বাঘুটিয়া ইউপি কার্যলয় থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন স্হানীয় সাংসদ আব্দুল মজিদ মন্ডলের কনিষ্ঠ পুএও মন্ডল গ্রপের ব্যাবস্হপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল ।বাঘুটিয়া ইউপি চেয়াম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর সভাপতিতে অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের (ভা:)সভাপতি আবু নজির মিয়া ,সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার ,সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান (হাবীব),সহ সভাপতি রশিদ বাবুল,যুগ্নসম্পাদক তাজউদ্দিন, চুন্নু তালুকদার ,কামরুল হায়দার মোন্না মোল্লা ,উপজেলা যুবলীগ সাধার সম্পাদক মোল্লা বাবুল মোক্তার ,যুগ্ন সম্পাদক আব্দুল বাতেন সিদ্দিকী ,ভিপি রবিউল ইসলাম,ছাএলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মোল্লা ,উপজেলা ছাএলীগের সিনিয়র সহ সভাপতি রোকনুজ্জামান (রকু) প্রমুখ!