সিরাজগঞ্জের চৌহালীতে আওয়ামীলীগের মতবিনিময় ও পথসভা
সিরাজগঞ্জের চৌহালীতে আওয়ামীলীগের মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চৌহালী উপজেলার প্রত্যন্ত যমুনাচরের দেওয়ানগঞ্জ বাজারে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে দলীয় নেতাকর্মী ও জনসাধারনদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী মন্ডল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল (সিআইপি)।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার, সহ সভাপতি আব্দুর রশিদ বাবুল, হাবিবুর রহমান হাবিব, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী,চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো:রমজান আলী,ফজলুর রহমান তালুকদার (চুন্নু),কামরুল হায়দার মোন্না,যুবলীগের সাধারণ সম্পাদক মোল্যা আক্তার, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাবেক সভাপতি আবু সাইদ (বিদ্যুৎ ),উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম ভিপি,চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম রেজা,ছাত্রলীগের সম্পাদক মাইন উদ্দিন মোল্যা,সাবেক উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাও:ইদ্রিস আলী সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে মমিন মন্ডলের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়