সিরাজগঞ্জের চররায়পুরে খান ফুডস কারখানায় অভিযানে পঁচা ডিম ও ক্ষতিকর রং দিয়ে পাউরুটি ও কেক জব্দ ও জরিমানা !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে পঁচা ও ভাঙ্গা ডিম দিয়ে পাউরুটি, বিস্কুট ও কেক তৈরী, মজুদ ও বাজারজাত করাসহ নানা অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলা চর রায়পুরে খান ফুডস ফ্যাক্টরীকে ৪৫ হাজার টাকা জরিমানা ও শতাধিক পঁচা ও ভাংগা ডিম ধব্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের চর রায়পুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় খান ফুডস ফ্যাক্টরীতে পঁচা, ভাঙ্গা ডিম ও ক্ষতিকর রং দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদন দেখতে পান আদালত। পঁচা ডিম ও ক্ষতিকর রং দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এর তারিখ না দেয়া, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, পরিবেশ ছাড়পত্র না থাকা, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা, ট্রেড মার্ক লাইসেন্স না থাকা, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে খান ফুডস ফ্যাক্টরির মালিক মুন্না খান এর নামে মামলা দিয়ে ৪৫হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় ও শতাধিক পঁচা ও ভাংগা ডিম জনসম্মুখে ধবংস করেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এ দন্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, পেশকার মিলন সরকার, আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।