সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে ভিজিডি এর ৮৫০ কেজি চাল জব্দ ও দুইজন আটক।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা পূর্বপাড়া গ্রামের রাজু (২৩) ও আকবর আলী (৪৫) বাড়ীতে খড় ও শুকনো কচুরিপানা স্তুপ হতে প্রায় ৮৫০ কেজি ভিজিডি এর চাল জব্দ করেছে এবং দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত । ওই ২ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উক্ত অভিযান পরিচালনা করেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সদর থানা এস আই অপু কুমার ঘোষ,এএসআই জাহিদুল ইসলাম,পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।