সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউ,পি’র চেয়ারম্যান সবুর স্হানীয় সরকারে দক্ষতা ও অবদানের জন্য ইন্দোনেশিয়া ও থাইলান্ড সফর।

সিরাজগঞ্জ : আজিজুর রহমান মুন্না

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নংকালিয়া হরিপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ শনিবার ৬ অক্টোবর-২০১৮। দশ দিনের সরকারি শিক্ষা সফরের জন্য ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড যাত্রা করছেন। স্হানীয় সরকার বিভাগে দক্ষতার সহিত কাজ করার এবং সামাজিক উন্নয়ন কাজে উল্লেখযোগ্য অবদান রাখায় স্হানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে থেকে আরো উন্নত এবং অধিকতর দক্ষতা অর্জনে এ শিক্ষা সফর। সারা দেশ হতে মোট ২০ জন এ শিক্ষা সফরে যাত্রা করেন। সিরাজগঞ্জ জেলা হতে একমাত্র চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর সেখ’ই বিদেশ যাওয়ার এ সুযোগ পান। তিনি ২০১৭ সালে জুলাই মাসের প্রথম দিকে ১০দিনের শিক্ষা সফরে মালেয়েশিয়া ও ফিলিপাইন গিয়েছিলেন।