সিরাজগঞ্জের কামারখন্দে ৪০তম জাতীয় বিজ্ঞান ওপ্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত
খাইরুল ইসলাম,কামারখন্দ ঃ
সিরাজগঞ্জের কামারখন্দে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে ও বেসরকারি সংস্থা এনডিপির সহযোগিতায় শুক্রবার বিকেল ৪টায় উপজেলা মিনি অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আ. মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলার স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৩টি স্টল মেলায় অংশগ্রহন করে। মেলা চলবে শনিবার সন্ধা পর্যন্ত।