সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ।
সিরাজগঞ্জ:মাকছুদা খাতুন
সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় ট্রাকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের চালক।
সোমবার (২০ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, ঝাঐল ওভার ব্রিজ এলাকায় একটি ট্রাক উত্তরাঞ্চলমুখী হয়ে দাঁড়ানো ছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা
দিলে চালকসহ দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর অজ্ঞাতপরিচয় এক যাত্রীর মৃত্যু হয়।