সিরাজগঞ্জের কাজীপুরে যমুনানদীতে জেলেদের জালে ১টি শুশুক ধরা পড়েছে।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার যমুনাবিধৌত কাজিপুর উপজেলার যমুনা নদীতে জেলেদের মাছ ধরার জালে সোমবার একটি ৫০ কেজি ওজনের শুশুক ধরা পড়েছে। শুশুকটি জেলেরা নদীরতীরে নিয়ে আসলে উৎসুক জনতারা দেখার জন্য ভিড় করে। পরে জেলেরা নিশ্চিন্তপুর ইউনিয়নের জজরিয়া বাজারে নিয়ে এলে আবারো ভিড় করে উৎসুকজনতা।
দেশে শুশুক প্রাণি অনেকটা বিলুপ্তি প্রায়। বাংলাদেশের নদীগুলোতে শুশুক তেমন আগের মত দেখা যায় না। শুশুকের তেল নানা কাজে ব্যবহার হয়। তাছাড়াও শুশুকের তেল দিয়ে জেলেরা গাইরামাছ ধরে। এছাড়াও শুশুকের তেল ঔষধি কাজে ব্যবহারের ব্যাপক কদর রয়েছে।