কাজিপুর

সিরাজগঞ্জের কাজীপুরে মাদকসহ আটক-২

মাদক সামাজিক ব্যাধি,দেশ জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান,কাজীপুর থানা পুলিশের সাড়াশি অভিযানে মাদকসেবি ও সাদক ব্যবসায়ীরা আটক হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বিকেলে কাজীপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমানের নেতৃত্বে এএসআই মহিদুল ইসলাম ফোর্সসহ অভিযান চালিয়ে সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি বাজার সংলগ্ন কাঁচা রাস্তা থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো হরিনাথপুর গ্রামের আজগর আলীর পুত্র শাহআলম (৩৩) ও ধুনট শাহ পাড়ার প্রশান্ত শাহের পুত্র প্রবির শাহ(২৩)। পরে তাদের নামে মামলা দায়ের করে থানা পুলিশ।