কাজিপুর

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় জেলহত্যা দিবস পালন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামীলীগের নানা আয়োজনে ৩ রা নভেম্বর-২০১৮ দিনব্যাপি জাতীয় জেল হত্যা দিবস কাজিপুর আওয়ামীলীগ দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম,মনসুর আলী স্মৃতিবিজড়িত কাজিপুরে জাতীয় চারনেতার প্রতি শ্রদ্ধা সন্মান প্রদর্শন ও স্মরণে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শহীদদের প্রকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোকর‍্যালি প্রদর্শনকরা হয়। পরে কার্যালয়ে আলোচনা সভা,কৃতিশিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান ওদ দোয়া মাহফিল করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শওকত হোসেন।

ধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাজিপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,কাজিপুর পৌরসভার পৌর মেয়র হাজী নিজাম উদ্দীন,সাবেক পৌরমেয়র গোলাম মোস্তফা মধু। এসময় আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক মানুষের উপস্হিতি ঘটে।