সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৩ ” উপলক্ষে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ক ভিত্তিক কুইজ ও ক্যাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী মোঃ আজগর আলী। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোঃ মহসীন রেজা। এসময়ে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা, অভিভাবকদের একাংশ গণমান্য ব্যক্তিদের একাংশ উপস্থিত ছিলেন।