সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কড্ডারর মোড়ে ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত।

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডার মোড়ে মঙ্গল( ২২জানুয়ারি ২০১৯)সকালে ট্রাকচাপায় মুন্নাফ সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত মুন্নাফ সরকারের বাড়ি বেলকুচি পৌরসভার চন্দন গাঁতী মহল্লায়। তিনি মুকুন্দগাঁতী মনোয়ারা প্রিন্টিং প্রেসের মালিক। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, সকালে কড্ডার মোড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন মুন্নাফ সরকার। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় মুন্নাফকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।