চৌহালী/এনায়েতপুর

সিরাজগঞ্জের এনায়েতপুরে ভটভটির চাপায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু

এনায়েতপুর প্রতিনিধি সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ভটভটির চাপায় শান্তি খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (০৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর থানার সামনের এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তি খাতুন ঐ এলাকার বামন গ্রামের আবুল মোল্লার স্ত্রী। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাতে শান্তি খাতুন রাস্তা পার হওয়ার সময় একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।