সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারা দন্ড দিয়েছে র‌্যাব

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

১৪ আগস্ট মঙ্গলবার রাতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্মতা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

বুধবার (১৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান।

সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন- সলঙ্গা উপজেলার হাসানপুর গ্রামের মো. মিল্টন (২৮), একই উপজেলার চড়িয়া শিকার এলাকার মো. দিলশাদ হোসেন (৩০), সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী এলাকার মো. মামুন (৩২), কান্দাপাড়া গ্রামের মো. মজনু মোল্লা (৪৬), উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মো. মোনা মিয়া (৩৫), একই এলাকার মো. মন্টু মিয়া (৩৮) ও মো. আব্দুল মান্নান (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের উপকরণসহ সাতজনকে আটক করা হয়।