উল্লাপাড়া

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএস-সি পরীক্ষার ফর্মপূরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন মাধ্যমিক স্কুলে এস,এস,সি পরীক্ষা কে কেন্দ্র করে ফর্মপূরনের নামে অতিরিক্ত অর্থাদায়ের অভিযোগ উঠেছে ।

হাইকোর্টের নির্দেশন থাকলেও তা আমলে নিচ্ছে না স্কুল পরিচালনা কমিটি। অক্টোবর মাসের ৩০ তারিখে উচ্চ আদালত থেকে এস,এস,সি পরীক্ষার ফর্মপূরনে অতিরিক্ত অর্থ না নেওয়ার জন্য শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি কে নির্দেশনা দিয়ে একটি রুল জারি করে উচ্চ আদালত ।

উচ্চ-আদালতের নির্দেশ অনুযায়ী মানবিক বিভাগের জন্য বোর্ড ফি ও কেন্দ্র ফি সহ নিয়মিত শিক্ষার্থীদের ১৬৫০, অনিয়মিত ১৭৫০। বানিজ্যিক বিভাগের জন্য নিয়মিত ১৬৫০,অনিয়মিত ১৭৫০,এবং বিজ্ঞান বিভাগের জন্য নিয়মিত ১৭৭০ অনিয়মিত ১৮৭০ টাকা সকল সরকারি, এমপিও এবং নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের টাকা নির্দারন করে দেওয়া হয়েছে।

সরেজমিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ৫ থেকে ৬ হাজার,বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ২৫ শত থেকে ৩ হাজার,উলিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৬ শত টাকা,এলংজানি ২৮ শত টাকা, কালিয়াকৈর আর্দশ বিদ্যালয়ে ২৬ শত টাকা, বড়হর স্কুল এন্ড কলেজে ২৫ শত থেকে ২৭ শত টাকা সহ আরো অনেক মাধ্যমিক স্কুলে ফর্ম পূরণে অতিরিক্ত টাকা নিচ্ছে।

উচ্চ আদালতের নির্দেশনা না মানলে ও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।