সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২দিন ব্যাপি শিশুমেলা উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচসভা ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজনে, উল্লাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায়, শিশু ও নারী উন্নয়নে সচতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২ দিনব্যাপী আয়োজিত শিশুমেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিশু মেলার আনন্দ র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার ( ১০ও১১জুলাই) সকালে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক ড. ফারুক আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের। অনুষ্ঠানে, প্রায় ২’শতাধিক শিশু শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মককর্তা ও জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ওই স্কুলের শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন।