সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকরি রাস্তার গাছ কর্তন করছে স্হানীয় প্রভাবশালীরা !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া-লাহিড়ীমোহনপুর রাস্তার দু’পাশের গাছ অবাধে কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। চিরচেনা উল্লাপাড়ার শ্যামলীপাড়া-লাহিড়ী মোহনপুর সড়কের দু’ধারের উঁচু উঁচু গাছগুলোই এ রাস্তাটির প্রাণ। গ্রীষ্মের কড়া রোদে গাছগুলো পথচারীদের যেমন ছায়া দেয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও রাখে অবদান। কিন্তু এই গাছগুলোই এবার নিধনে নেমেছে স্হানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। রাস্তাটি প্রশস্ত করার জন্য দুইপাশের খুড়াখুড়ি কাজ শুরু করার কারনে সুযোগ পেয়ে স্থানীয় প্রভাবশালীরা নির্বিচারে গাছ কর্তন করে চলছে । বনবিভাগের অনুমতি ছাড়াই তারা প্রতিনিয়ত রাস্তার দু’পাশের গাছ কেটে উজাড় করে দিচ্ছে। সরকারি রাস্তার লাখ লাখ টাকার মূল্যবান গাছ কর্তন করায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ভাবে নির্বিচারে গাছ কাটায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভদ্রকোল, কয়ড়া, চাকসা,লাহিড়ী মোহনপুরে গাছ কাটার এরকম দৃশ্য। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত ৫ দিন যাবত ধরে বড় বড় রেইনট্রি, আমগাছ,মেহগনি,বটগাছ সহ বিভিন্ন প্রজাতী গাছ রাস্তার দুইপাশ থেকে কেটে ফেলেছেন স্থানীয় প্রভাবশালীরা । বার বার মোবাইলে উপজেলার বনবিভাগের কর্মকর্তাকে জানিয়েও কোন কাজ হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন । এ ব্যাপারে বনবিভাগের প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে উপজেলা বনবিভাগের কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। যদি গাছ কেটে থাকে তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।