সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে দূধর্ষ চুরি সংঘটিত !
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
গত শুক্রবার (৮ ফেব্রয়ারি-২০১৯) গভীররাতে উল্লাপাড়া পৌরসভার পুরানো বাসস্ট্যান্ডে হামিদ হার্ডওয়্যার এক দোকানে নৈশ প্রহরীকে বেঁধে রেখে প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোরের দল। চোরেরা যাওয়ার সময় প্রহরীকে মারধরও করে। হামিদ হার্ডওয়্যারের মালিক আব্দুল হামিদ গণমাধ্যম কর্মীদেরকে জানান, ঘটনার সময় ওই বাজারের নৈশ প্রহরী ছাইফুদ্দীন দায়িত্ব পালন করছিলেন। এসময় একদল চোর তাকে বেঁধে দোকানের তালা ভেঙ্গে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৪৭টি অটো ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে উল্লাপাড়া থানায় একটি অভিযোগ করেছেন । উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, ইতোমধ্যেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। চোরদেরকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।