সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলো ছড়াচ্ছে ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয়
উল্লাপাড়া প্রতিনিধি ঃ
সমাজের শিক্ষার সুযোগ বঞ্চিত শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার জন্য গড়ে তুলেছেন শিক্ষালয়। সেখানে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে হাজারও শিশু। এমন ব্যতিক্রমধর্মী শিক্ষালয়ের খোজ মিলেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ফুলজোড় নদীর তীরবর্তী ডেফলবাড়ী গ্রামে। যে শিক্ষালয়ের নাম ‘ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয়’। শনিবার (১৯ জানুয়ারি) সরজমিনে গিয়ে জানা যায়, প্রায় দীর্ঘ তিন যুগ ধরে বিনামূল্যে কুরআন হাদিসের আলো ছড়িয়ে দিয়ে আসছেন মালেকা বেগম নামের এক মহিয়সী নারী। শুরু থেকে তিনি খোলা আকাশের নিচেই এলাকার শিশু,ও বয়োবৃদ্ধদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। ২০১১ সালে তার ছেলে আবুল হোসেনের উদ্যোগে ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয় নাম করন করে কুরআন হাদিসের পাশাপাশি প্রাক প্রাথমিক বাংলা,ইংরেজি,গনিত ও অন্যান্য নৈতিক শিক্ষা প্রদান করে থাকেন। এদিকে শনিবার (১৯ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবসকে কেন্দ্র করে প্রত্যন্ত ‘ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয়’ পরিদর্শন করেন নির্বাহী অফিসার মো. আরিফুজ্জান,উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান,যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল। মালেকা বেগমের এমন জ্ঞানের আলো ছড়ানোর প্রশংসা করে সারাদেশের সবাইকে এমন উদ্যোগ গ্রহণ করার আহবান জানান নির্বাহী কর্মকর্তা । অপরদিকে শিক্ষক সমাজের প্রতিনিধি শামীম হাসান বলেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হোক মালেকা বেগমের মত মা-সন্তানের। এ ব্যাপারে ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয়ের জ্ঞান বিতরণকারি মালেকা বেগম বলেন,একটি ঘরের ব্যবস্থা হলে জীবনের শেষ দিন পর্যন্ত সবাইকে সাথে নিয়ে এভাবেই জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই। তবে ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয়ের উদ্যোক্তা,বৃক্ষপ্রেমী ও সিনিয়র ব্যাংক অফিসার আবুল হোসেন বলেন,মালেকা বেগমের মত প্রতিটি গ্রামে একজন করে এমন আলো ছড়ানো মানুষ তৈরি করতে পারলে নিরক্ষর মুক্ত ও আলোকিত হবে বাংলাদেশ।