সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকা থেকে ৯শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে সলংগা থানা পুলিশ। বুধবার সকালে সলংগা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে ৯শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জহুরুল ইসলাম (২৫) কে আটক করে। সে নওগাঁ জেলা সদরের মৃত আবু বক্কারের ছেলে। সলঙ্গা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক সবুজ রানা এ তথ্য নিশ্চিত করে জানান আটককৃতর নামে থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।