সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উন্নয়ন মেলায় কৃষি বিভাগের কৃষি পণ্য নৌকায়।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলাপ্রশাসনের আয়োজনে সারাদেশের ন্যায় ৩ দিন ব্যাপি (৪ হতে ৬ অক্টোবর) পর্যন্ত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শহীদ সামসুদ্দীন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে মেলার ২য় দিন শুক্রবারে সবার নজর জেলার কৃৃষি বিভাগের নৌকায় প্রর্দশন কৃৃৃষি পণ্য ভর্তি বাহারি তরকারি, সবজি,ফলফলাদি বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য সাজিয়ে রাখা হয়েছে।

মেলায় বিশেষ করে শিশু-কিশোর/কিশোরী শিক্ষার্থীদের দৃস্টি এবং আলোচনায় মুখরিত লক্ষ্য করা গেছে। মেলায় কৃৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আরসেদ আলী,সদর উপজেলার কৃৃষি কর্মকর্তা রুস্তম আলী সহ অন্যান্য কর্মকর্তাকে সার্বক্ষনিক স্টলে দেখা যায়।কর্মকর্তারা মেলায় আগত কৃষক সহ দর্শনার্থীদের অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি পরিচিতি ও কৃষিপণ্য কিভাবে ভালো ও সহজ পদ্দ্ধতি ফসল ফলানো যায় সে বিষয়ে ধারণা ও লিফটেট দিচ্ছেন । বিশাল করে সুন্দরভাব সাজানো হয়েছে কৃষি স্টলটি।

মেলার ২য় দিনে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। উল্লেখ্য,৪র্থ জাতীয় উন্নয়ন মেলার
উদ্বোধক, র‍্যালির প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ওসদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। সন্মানিত অতিথি হিসাবে মেলা পরিদর্শন করেন, পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, পুুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এছাড়াও এসময় উপস্হিত ছিলেন,বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সিরাজগঞ্জ বাসীর একাংশ। উন্নয়নমেলায় সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক স্টল প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসনের স্টল, জেলা পুলিশের স্টল, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,এলজিইডি,সমাজসেবা অধিদপ্তর, জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভূমি অফিস, বিআরটিএ,গণপূর্তবিভাগ,ত্রাণ দূর্যোগ বিভাগ, পাসপোর্ট অফিস, সড়ক ওজনপদ অফিস, মৎস্য অফিস, পশ্চিমা অন্চল গ্যাস কোম্পানী লিমিটে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সহ বিভিন্ন স্টলগুলো মানুষের নজর কেড়ে নিয়েছে।

স্কুল-কলেজে শিক্ষার্থীদের ব্যাপক উপস্হিতি ছাড়াও শতশত দর্শনার্থীদের উপস্হিতি পরিলক্ষিত হয়েছে। মেলায় প্রতিদিন সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলেধরা এবং সরকারের ভবিষ্যত কর্ম পরিকল্পনা এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার এসডিজি কার্যক্রমে জনগণকে সম্পৃক্তকরা, জেলা ব্রান্ডিং, স্হানীয় জনপ্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাদের যৌথ অংশ গ্রহণে স্হানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময়, বাস্তবায়ন পরিকল্পনা এবং শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে জনগণেরঅংশীদারিত্ব বৃদ্ধি করার লক্ষ্যে এই উন্নয়ন মেলা। সারাদেশব্যপী মেলার অংশ হিসাবে সিরাজগঞ্জের উন্নয়ন মেলায় প্রতিদিন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় উৎসবমুখরে উন্নয়নমেলা হচ্ছে।