সিরাজগঞ্জের উন্নয়ন মেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের স্টল নজর কেড়েছে।
সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলাপ্রশাসনের আয়োজনে সারাদেশের ন্যায় ৩ দিন ব্যাপি (৪ হতে ৬ অক্টোবর) পর্যন্ত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শহীদ সামসুদ্দীন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজ গন্জ স্টলটিতে নদী ভাঙ্গন রোধে করণীয় চিত্রপ্রর্দশন,বই, লিফটেট,স্টিকার বিতরণ করছেন। আধুনিক যন্ত্রপাতি উপস্হাপন, ব্রিফিং করা সহ স্টলটি সবার নজর কেড়েছে। সিরাজগঞ্জ পওর বিভাগ নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুুল ইসলাম , বেলকুচি পওর উপ-বিভাগ প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ -পওর শাখা-১ উপসহকারি প্রকৌশলী রনজিত সরকার, সিরাজগঞ্জ পওর শাখা -২ উপসহকারি প্রকৌশলী জাকির হোসেন শেখ, সিরাজগঞ্জ পওর শাখা-৩ উপসহকারী প্রকৌশলী মোঃ আবুল কাশেম, সিরাজগঞ্জ পওর শাখা -১ কার্য সহকারি ফরিদুল শেখকে উন্নয়ন মেলার স্টলে দেখা যায়।তারা সিরাজগঞ্জ বাসিকে নদী শাসন বিষয়ে বিভিন্ন চিত্র, সিরাজগঞ্জের ক্রসবার হওয়ায় সুুফল বিষয়ে এবং আগামীতে নদী শাসনের পরিকল্পনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্ব মেলার ২য় দিনে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। ৪র্থ জাতীয় উন্নয়নমেলায় সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক বিভিন্ন স্টলগুলো মানুষের নজর কেড়ে নিয়েছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের ব্যাপক উপস্হিতি ছাড়াও শতশত দর্শনার্থীদের উপস্হিতি পরিলক্ষিত হয়েছে। মেলায় প্রতিদিন সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলেধরা এবং সরকারের ভবিষ্যত কর্ম পরিকল্পনা এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার এসডিজি কার্যক্রমে জনগণকে সম্পৃক্তকরা, জেলা ব্রান্ডিং, স্হানীয় জনপ্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাদের যৌথ অংশ গ্রহণে স্হানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময়, বাস্তবায়ন পরিকল্পনা এবং শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে জনগণের অংশীদারিত্ব বৃদ্ধি করার লক্ষে এই উন্নয়ন মেলা।