সাবেক সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মতিন প্রামাণিক এর মৃত্যুতে আরিফুল ইসলাম সোহেলের গভীর শোক প্রকাশ
আবির হোসাইন শাহিন:
বেলকুচি উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন প্রাং এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন;সিরাজগঞ্জ জেলা মজলিশে শু’রা-কর্মপরিষদ সদস্য,বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সদ্য বিদায়ী বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান (প্যানেল-০১) আরিফুল ইসলাম সোহেল। গতকাল শুক্রবার এক শোক বার্তা ও বিবৃতিতে তিনি বলেন;‘বেলকুচি উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন প্রাং এর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত’। তিনি,তাঁর বিবৃতিতে মরহুমের শোক-সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে;বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা’র পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সেইসাথে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশমাতৃকার জন্য তাঁর অবদান ছিল অপরিসীম উল্লেখ করে,তিনি আরো বলেন;’মুক্তিযুদ্ধে তাঁর অবদান দেশবাসী আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে ও মনে রাখবে। এ ছাড়া একজন সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি দুই দুইবার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যে অবদান রেখে গিয়েছেন ; বেলকুচিবাসীর স্মৃতিতে তা চির অম্লান হয়ে থাকবে’। মূলত : তিনি ছিলেন; একজন মার্জিত,নম্র, ভদ্র ও উদার রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন, আমার ও আমার পরিবারের অভিভাবক। তাঁর ইন্তেকালে আমি আমার একজন পিতা তথা অভিভাবকে হাঁরালাম’। শোকবার্তা ও বিবৃতিতে,জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল,তাঁর রুহের মাগফিরাত কামনা করে; পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে,শোক-সন্তোপ্ত পরিবারের জন্য সর্বে- জামিল: উত্তম ধৈর্য্য ধারনের জন্য মহান আল্লাহর সাহায্য কামনায় বিশেষ দো’য়া করেন।