জাতীয়

সাবেক এমপি আব্দুল মালেকের মৃত্যু বার্ষিকী পালিত

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু

সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক দুই বারের এম.পি আলহাজ আব্দুল মালেক এর তৃতীয় মৃত্যু বার্ষিকী গতকাল শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ দিনটি
পালন করেছে।সকালে মরহুমের পুত্র বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয়
কার্যনির্বাহী কমিটির পানি বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎসহ পরিবারের সদস্য বৃন্দ এবং উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ,টাউন বনিক সমিতি, প্রথম আলো বন্ধু সভা,কামরাবাদ ইউনিয়ন পরিষদ, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মরহুমের কবরে পুস্প স্তবক অর্পণ করে।এ সময় ফাতেহা পাঠ, কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে এলাকার দুঃস্থ্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়।