সিরাজগঞ্জ

“সাবধানে চালাবো গাড়ী “নিরাপদে যাবো বাড়ী ” গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-বিআরটিএ

সিরাজগঞ্জ: মাকছুদা খাতুম

“সাবধানে চালাবো গাড়ী “নিরাপদে যাবো বাড়ী ” এই শ্লোগান ধারণ করে। নিরাপদ সড়ক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করণের লক্ষ্যে পেশাজীবি গাড়ী চালকদের নিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-(২০১৮-১৯) অনুষ্ঠিত হয়েছে।

মংগলবার ২৫ সেপ্টেম্বর’১৮ সকালে সিরাজগঞ্জের অফিসার্স
ক্লাবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিরাজগঞ্জের আয়োজন এক প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন, বিআরটি এ সিরাজগঞ্জের সহকারী পরিচালক ( সার্কেল) ইঞ্জিনিয়ার মোঃ আলতাব হোসেন।
এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জের পুলিশ পরিদর্শক (টি. আই) আহসান হাবিব চৌধুরী( বি পি এম), সিরাজগঞ্জ ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের আজীবন উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফজলুল করিম মুক্তা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিরাজগঞ্জ বিআরটিএ মটরযান পরিদর্শক তারিক হাসান। সিরাজগঞ্জের প্রায় শতাধিক বাস,ট্রাক,মাইক্রোবাসের গাড়ী চালকেরা এ কর্মশালায় উপস্হিত থেকে মনযোগী ভাবে গ্রহণ করেন। কর্মশালায় গাড়ী চালকদের মনোমুগ্ধকরতে পুলিশ পরিদর্শক (টিআই) আহসান হাবিব গানের কলি,কবিতার ছন্দ মিলিয়ে বাণী শোনান এবং যাদুপ্রদর্শন করে দেখান। এসময় করতালিমুখরে সমাপ্ত হয় কর্মশালা অনুষ্ঠানটি ।