কাজিপুর

সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছেন সেলিম রেজা

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা গণসংযোগ করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার মেঘাই পুরাতন ও নতুন বাজার এবং মেঘাই হাঁট এলাকায় গণসংযোগ করেন।
একই সাথে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারপত্র জনগণের মধ্যে বিতরণ করেন সেলিম রেজা। পাশাপাশি ৩১ দফার গুরুত্বপূর্ণ দিকগুলোর বর্ণনা দেন তিনি। সমাজের সর্বস্তরের মানুষের কাছাকাছি যাচ্ছেন তিনি। শুনছেন তাদের দুঃখ দুর্দশা, চাওয়া পাওয়ার কথা।

সেলিম রেজা বলেন, ‘আমি নিয়মিত গণসংযোগ করছি। মানুষের কাছাকাছি গিয়ে তাদের কথা শুনছি। তারাই আমাদের প্রাণ। আমরা কাজীপুরের মানুষকে ভালোবাসি তাই ৯৫ শতাংশ লোকই আমার পক্ষে।’
তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।’

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ।