সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া-সরিষাবাড়ীতে
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার সরিষাবাড়ী পৌর সভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ এ ইফতার আয়োজন করেন। ইফতার ও দোয়া মাহফিলে পৌর-মেয়র রুকনুজ্জামান রুকন সভাপতিত্ব করেন। এ সময় সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান বাবু,সাধারণ সম্পাদক ও দৈনিক নবতান পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আবুল হোসেন,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি এম.এ.রউফ ,প্রথম আলো সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম,কবি জাকারিয়া জাহাঙ্গীর,কাউন্সিলর সোহেল রানা শুভেচ্ছা বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা- কর্মচারী,সরিষাবাড়ী প্রেস ক্লাব,সাংবাদিক ইউনিটি,সাংবাদিক সংস্থার সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।