সিরাজগঞ্জ

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান কর্তৃক দৈনিক সময়ের আলো কাজিপুর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টারের সাথে অশোভন আচরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার ১৮ জুলাই বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হেলাল আহমেদ। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জেরে একজন জনপ্রতিনিধির কাছ থেকে এধরনের অপ্রত্যাশিত অপেশাদার মনভাব ও অশোভন আচরণের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিরক গুন প্রমূখ ।

এসময় সিরাজগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা তীব্র প্রতিবাদ, নিন্দা ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, কাজিপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য নির্ধারিত আপদকালীন কৃষি প্রনোদনা বিতরণকৃত অগ্ৰাধিকার তালিকায় পৌর মেয়র, কাউন্সিলর, আত্মীয় ও ভিআইপিদের নাম সংক্রান্ত তথ্য সংগ্রহের জেরে দৈনিক সময়ের আলো কাজিপুর উপজেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া খানকে ১৫ জুলাই রাত ১১:৩৭ টায় মোবাইল ফোনে নিজেকে মেয়র পরিচয় দিয়ে অশালীন কথাবার্তা বলেন ও প্রাণনাশের হুমকি দেন। একই জেরে তিনি স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার রুবেল আহমেদের সাথেও অশোভন আচরণ ও হুমকি দেন।